দুনিয়ার দুঃখ কষ্ট তো সামান্য আর অল্প কিছু দিনের জন্য এ জন্য নিজের আখিরাত কে নষ্ট করবেন না । আত্মহত্যার শাস্তি কেমন হবে আসুন একটি হাদিস থেকে ...
দুনিয়ার দুঃখ কষ্ট তো সামান্য আর অল্প কিছু দিনের জন্য এ জন্য নিজের আখিরাত কে নষ্ট করবেন না ।
আত্মহত্যার শাস্তি কেমন হবে আসুন একটি হাদিস থেকে জেনে নেই ।
হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত নবী করীম (সাঃ) বলেছেন, যে লোক পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে এবং জাহান্নামেও সে চিরকাল অনুরুপ লাফিয়ে পড়তে থাকবে ।
যে লোক বিষপানে আত্মহত্যা করে সে চিরকালই জাহান্নামের আগুনের মধ্যে হাতে বিষ নিয়ে পান করতে থাকবে (আর জ্বলতে থাকবে) । যে ব্যাক্তি লোহার যন্ত্র দ্বারা আত্মহত্যা করে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের আগুনে সে লোহা দ্বারা স্বীয় পেটে আঘাত করতে থাকবে আর জ্বলতে থাকবে ।
(বুখারী ২৫৩৩)
যে ব্যাক্তি আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে এবং অনন্তকাল শাস্তি ভোগ করবে । দুনিয়ার কষ্ট অল্প কিছু দিনের জন্য এবং চেষ্টা করে কষ্টকে শান্তিতে রুপান্তর করা যায় । তাই হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করুন, কষ্ট কে জয় করার চেষ্টা করুন ।
আত্মহত্যার শাস্তি কেমন হবে আসুন একটি হাদিস থেকে জেনে নেই ।

যে লোক বিষপানে আত্মহত্যা করে সে চিরকালই জাহান্নামের আগুনের মধ্যে হাতে বিষ নিয়ে পান করতে থাকবে (আর জ্বলতে থাকবে) । যে ব্যাক্তি লোহার যন্ত্র দ্বারা আত্মহত্যা করে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে জাহান্নামের আগুনে সে লোহা দ্বারা স্বীয় পেটে আঘাত করতে থাকবে আর জ্বলতে থাকবে ।
(বুখারী ২৫৩৩)
যে ব্যাক্তি আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে এবং অনন্তকাল শাস্তি ভোগ করবে । দুনিয়ার কষ্ট অল্প কিছু দিনের জন্য এবং চেষ্টা করে কষ্টকে শান্তিতে রুপান্তর করা যায় । তাই হাল ছেড়ে না দিয়ে চেষ্টা করুন, কষ্ট কে জয় করার চেষ্টা করুন ।
মন্তব্য