Download করে নিন সুমধুর কন্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেকের ৩য় অ্যালবাম আলোর একটু পরশ দাও ।
Download করে নিন সুমধুর কন্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেকের ৩য় অ্যালবাম আলোর একটু পরশ দাও ।
১। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি ।

০২। রাসূল তুমি আমার জীবন পথের দিশা ।

০৩। মাটির একখান ঘর বানাইয়া ।

০৪। মা তোমার সৃতি ভরা জোঁসনা রাতে আজ জেগে রই ।

০৫। একদিন পরপারে ভাসাবিরে নাও ।

০৬। নদী আমার যায়রে বইয়া দুরের আজানা গায়ে ।

০৭। ও পরানের পাখি বল কোথায় তোরে রাখি ।

০৮। একটু আলোর পরশ দাও ।

০৯। আমি অশ্রু কাঁদতে দেখেছি ঔ নোমানির মুখ ।

১০। ওমন তুমি কাঁনদো কেন ।

১১। মওলা তোমারো লাগিয়া কাঁদে আমার প্রাণ ।

১২। স্বাধীনতা আহা স্বাধীনতা ।

১৩। নদী নদী হায়রে নাদী ।

১৪। আজকের সুর লাগবে মধুর ভরবে সবার প্রাণ ।

আলহামদুল্লিলাহ আল্লাহ তাআলা ওবায়দুল্লাহ তারেখ ভাই কে অনেক সুন্দর কন্ঠ দিয়েছেন, আল্লাহ তাকে ইসলামের খেদমতে আরো অসংখ্যা গান গাইবার সুযোগ দিন আমরা এই দোয়াই করি । আমার এই অ্যালবাম এর সব গান পছন্দ হয়েছে তাই সবার সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে ।
মন্তব্য