বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হলো নারী স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন আর এই বিষয়টি নিয়ে রয়েছে বিভিন্ন মতা মত । কেউ কেউ নারী কে ঘরে অবদ্ধ করে ...
বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হলো নারী স্বাধীনতা বা নারীর ক্ষমতায়ন
আর এই বিষয়টি নিয়ে রয়েছে বিভিন্ন মতা মত । কেউ কেউ নারী কে ঘরে অবদ্ধ করে রাখছে আবর কেউ নারী কে বাহিরে বের করে আনছে । সমস্ত বিষয়টি একটি ঘোরের মাঝে নিমজ্জিত ।
ইসলাম নারীদের সম্পর্কে কি বলছে তা নিয়ে আছে অনেক দ্বন্দ ।
এক শ্রেণীর মানুষ এই ব্যপারটি কে নিয়ে বিভ্রন্ত ছড়াচ্ছে যে ইসলাম নারীকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয় না ।
ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে । এগুলো ঠিক নয় প্রমান করে, এই ব্যাপারে সম্পূর্ণ রুপে জটিলতা দুর করে লেখক আব্দুল হালিম আবু শুককাহ একটি গুরুত্ব পূর্ণ বই রচনা করেছেন যাতে তিনি সুন্দর ভাবে আলোচানা করেছেন রাসূল সাঃ এর যুগের নারীর স্বাধীনতা এবং আমাদের কর্তব্য । এখনে ফুটে উঠেছে ইসলামের সুমাহান নিয়ম নীতি যা নারিদের করেছে সম্মানিত দিয়েছে সমানের থেকে বেশি মর্যাদে ।
বইটি বাজারে কিনতে পাবেন সহজেই ।
অথবা ডাউনলোড করতে পারেন পিডিএফ ফাইল
পিডিএফ ফাইলে পড়ার থেকে সরাসরি বই কিনে পড়া বেশি ভালো কারণ এতে পড়ার আগ্রহ যেমন বাড়ে তেমনি আপনার পাশাপাশি আপনার পরিবারের কিংবা নিকট জন পড়তে পারবে । তাছাড়া অনেকেই জানতে পারবে বইটি সম্পর্কে ।
বইটি চারটি খন্ডে খন্ডিত । চারটি খন্ডই দেয়া হলো
প্রথম খন্ড

দ্বীতিয় খন্ড

তৃতীয় খন্ড

চতুর্থ খন্ড

মন্তব্য