ছয় শ্রেণীর নারীকে বিয়ে করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে অথবা নারীদের ক্ষেত্রে ছয়টি গুন বিশেষ ভাবে বর্জনিয়। সেই ছয়টি হলো- ১। সেই নারী যে সবস...
ছয় শ্রেণীর নারীকে বিয়ে করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে অথবা নারীদের ক্ষেত্রে ছয়টি গুন বিশেষ ভাবে বর্জনিয়। সেই ছয়টি হলো-
১। সেই নারী যে সবসময় 'হায় হায় করে, আফসোস করতে থাকে। এবং অলস, 'রোগের ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।
২। খোটা দান কারি । সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে - 'আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।' হেন করেছি তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।
৩। সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে এবং বিয়ের পরেও পুরতন প্রেমের সম্পর্ক চালিয়ে যায় অথবা মাঝে মাঝেই কথা বলে কিংবা দেখা করে ।
৪। সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপ প্রয়োগ করে ।
৫। সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।
৬। সেই নারী যে সবসময় বকবক করে। ঝগড়া করে বা মুখ চালু থাকে কারনে অকারনে ৷
পুরুষের উচিত এই ছয় শ্রেণী হতে দুরে থাকা পাশাপাশি নারীদের উচিত এই ধরনের বাজে গুন বর্জন করা ৷
মন্তব্য