আসুন জেনে নেই সর্বশেষ নবি এবং সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কিছু তথ্য ৷ ১৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম গ্রহন করেন কোরাইশ ...
আসুন জেনে নেই সর্বশেষ নবি এবং সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কিছু তথ্য ৷
১৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম গ্রহন করেন কোরাইশ বংশে, জন্মের সময় কাল ৫৭০ খ্রিষ্টাব্দে ৷ গোত্রের নাম হাশিম ৷
২৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পিতার নাম, আব্দুল্লা ৷ মাতার নাম, আমিনা ৷ দাদার নাম, আব্দুল মুত্তালিব ৷ নানার নাম, আব্দুল ওয়াহাব ৷ চাচার নাম আবু তালিব ৷ দুধ মা হালিমা ৷
৩৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম " মুহাম্মদ " রাখেন তার দাদা আব্দুল মুত্তাবিল ৷ তার নামের অর্থ প্রশংসিত (মুহাম্মদ) ৷
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাম "আহমদ" রাখেন তার মা আমিনা ৷ আহমদ অর্থ "প্রশংসাকারী " ৷
৪৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উপাধি "আল-আমিন" ৷ এর অর্থ হলো পরম বিশ্বাসী ৷
৫৷ তিনি ১৬ অথবা ১৭ বছর বয়সে "হিলফুল ফুযুল" গঠন করেন ৷
৬৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ২৫ বছর বয়সে খাদিজা (রাঃ) (৪০ বছর বয়সের) কে বিবাহ করেন ৷
৭৷ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ৩৫ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন জীবন শুরু করেন ৷ ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন ৷
নবুয়তের প্রথম ৩ বছর গোপনে ইসলামের দাওয়াত দেন এবং এতে ৪০ জন ইসলাম ধর্ম গ্রহন করে ৷
৮৷ এর পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন এবং এতে আসে অসংখ্য অত্যাচার, নির্যাতন ৷ সর্বশেষে ৮ম হিজরিতে মক্কা বিজয় করেন ৷ এবং ১০ম হিজরিতে ১ লক্ষের বেশি সাহাবী দের সামনে দিকনির্দেশনা মূলক ঐতিহাসিক বিদায়ী হজ্জ এর ভাষণ দেন আরাফাতের ময়দানে ৷
৯৷ হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লা ইন্তেকাল করেন, এছাড়া ৬ বছর বয়সে মাতা আমিনা, ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব, ৫৯ বছর বয়সে প্রথম বিবি খাদিজা এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেন ৷
১০৷ ১১ হিজরী ৬৩২ খ্রীষ্টাব্দে নবী (সাঃ) এর মাথা ব্যাথা ও জ্বরে। ৬৩ বছর ৪ দিন
বয়সে ১২ ই রবিউল আওয়াল সোমবার বিশ্বনবী (সাঃ) এর ওফাত হয়। বুধবার ১৪ রবিউল আওয়াল ভোর রাতে তাঁর দাফন সম্পন্ন হয়।
মন্তব্য