হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন , একদা জনৈক ব্যাক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল । এমন সময় তার খুব পিপাসা লাগলে সে এক কূপে নেমে পানি...
হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেন , একদা জনৈক ব্যাক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল । এমন সময় তার খুব পিপাসা লাগলে সে এক কূপে নেমে পানি পান করল । সে কূপ থেকে উঠে দেখতে পেল, একটা কুকুর হাপাঁচ্ছে এবং পানির পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে । সে ভাবল বোধহয় কুকুরটারও আমার মত পিপাসা লেগেছে । তার পর সে কূপে নেমে নিজের মোজা ভরে পানি নিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে উপরে উঠে এবং কুকুরটিকে পান করায় ।

মহান আল্লাহ তার এ কাজ কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন । সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ) চতুস্পদ জন্তুর উপকার করলে তাতেও কি আমাদের সওয়াব হবে? উত্তরে হুযুর সাঃ বলেন, প্রত্যেক সজীব বস্তু ও প্রাণীর উপকার করাতেই সওয়াব রয়েছে ।
(বুখারীঃ১০৫৫)

মহান আল্লাহ তার এ কাজ কবুল করেন এবং তার গুনাহ মাফ করে দেন । সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ) চতুস্পদ জন্তুর উপকার করলে তাতেও কি আমাদের সওয়াব হবে? উত্তরে হুযুর সাঃ বলেন, প্রত্যেক সজীব বস্তু ও প্রাণীর উপকার করাতেই সওয়াব রয়েছে ।
(বুখারীঃ১০৫৫)
মন্তব্য