প্রত্যেক নবি রাসূলের কোন না কোন মুযেজা ছিল, আর এর ব্যাতিক্রম হয়নি রাসূল সাঃ এর ক্ষেত্র যিনি সকল নবীদের নবী ৷ আসুন এমন একটি ঘটনা জানি একদা আব...
প্রত্যেক নবি রাসূলের কোন না কোন মুযেজা ছিল, আর এর ব্যাতিক্রম হয়নি রাসূল সাঃ এর ক্ষেত্র যিনি সকল নবীদের নবী ৷
আসুন এমন একটি ঘটনা জানি
একদা আবু বকর রাঃ নবী সাঃ এর সাথে বসা ছিলেন ৷ এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামীল একখন্ড পাথর নিয়ে তাদের নিকট গমন করল ৷ সে চেয়েছিল এটার দ্বারা তাদেরকে প্রহার করবে ৷ সে আবু বকর রাঃ কে দেখতে পেল তখন রাসূল সাঃ আবু বকরের পাশে ছিলেন ৷ কিন্তুু আল্লাহ তায়ালা তার চোখকে অন্ধ করে দেন যার ফলে রাসূল সাঃ কে দেখতে পায়নি ৷ সে আবু বকর রাঃ কে জিজ্ঞেস করল, তোমার ঐ সাথী কোথায়?
আমি জানতে পেরেছি সে নাকি আমাদের দুর্নাম করে ৷ আল্লাহর কসম, যদি আমি তাকে পাই তবে এই পাথর দিয়ে তাকে আঘাত করবো ৷
রাসূল সাঃ কে দেখতে না পেয়ে যখন মহিলাটি চলে যেতে লাগল তখন আবু বকর রাঃ বললেন, হে আল্লাহর রাসূল! সে কি আপনাকে দেখেছিল?
রাসূল সাঃ বললেন, না, সে আমাকে দেখতে পায়নি ৷
(সীরাতে ইবনে হিশাম, ১খন্ড, পৃঃ ৩৫৫)
মন্তব্য