১৷ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশ্ক আম্বরের চেয়ে প্রিয় ৷ ২৷ জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে যা শুধুমাত্র রোজাদারের জন্য নির্...
১৷ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশ্ক আম্বরের চেয়ে প্রিয় ৷
২৷ জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে যা শুধুমাত্র রোজাদারের জন্য নির্দিষ্ট ৷
৩৷ রমজান মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় ৷
৪৷ জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় ৷
৫৷ জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়া হয় ৷
৬৷ রমজান মাসের একটি নফল ইবাদতের মুল্য অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান ৷
৭৷ রমজান মাসের একটি ফরজ ইবাদতের মর্যাদা অন্য মাসের ৭০টি ফরজ ইবাদতের সমান ৷
৮৷ একটি রেজার বিনিময়ে রোজাদারের চেহারাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে নেয়া হয় সত্তর হাজার বছরের দুরুত্বে ৷
৯৷ এই রমজান মাসে নাজিল হয় আল কুরআন, যা মানব জাতির পথ প্রদর্শক ৷
১০ ৷ রমজান মাসে আছে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রী, লায়লাতুল ক্বদর ৷
মন্তব্য